Child Phone Control
Mobile App
Os: Android
Version: 1.0
Last Update: 17/12/2024
চাইল্ড ফোন কন্ট্রোল অ্যাপটি বাচ্চাদের স্মার্টফোন ব্যবহারের ওপর নিয়ন্ত্রণ আনতে একটি সহজ এবং কার্যকরী অফলাইন সমাধান। এই অ্যাপটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে বাচ্চাদের স্মার্টফোন অপব্যবহার রোধ করা যায়। অ্যাপটি বাবা-মাকে তাদের সন্তানের স্মার্টফোন ব্যবহার নিয়ন্ত্রণ করার ক্ষমতা প্রদান করে । যেমন: স্ক্রিন টাইম সীমা নির্ধারণ করা, ধারাবাহিক ব্যবহারের সময়সীমা নিয়ন্ত্রণ করা এবং বিশেষ কিছু অ্যাপ (যেমন YouTube এবং গেমস) ব্যবহারের সীমা নির্ধারণ করা। এছাড়াও অ্যাপটি ১৮+ কন্টেন্ট, যেমন পর্নো সাইট, প্রাপ্তবয়স্ক গেমস, ডেটিং অ্যাপ, TikTok এবং অন্যান্য ক্ষতিকর অ্যাপগুলিকে ব্লক করে। Google-এ প্রাপ্তবয়স্ক শব্দ সার্চগুলিকেও ব্লক করা হয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই অ্যাপটি সম্পূর্ণভাবে অফলাইনে কাজ করে এবং কোনো ব্যক্তিগত তথ্য সংগ্রহ বা শেয়ার করে না। তাই আপনার বাচ্চার গোপনীয়তা সুরক্ষিত থাকবে।
অ্যাপের ফিচার সমূহ :
ফিচার -১: স্ক্রিন টাইম নিয়ন্ত্রণ
ফিচার-২: একটানা ব্যবহারের সীমা নির্ধারণ
ফিচার-৩: অ্যাপ শিডিউল বা ব্লক
ফিচার-৪: ইউটিউব শর্ট ভিডিও বন্ধ
ফিচার-৫: ঘুমের সময় ফোন ব্যবহারে নিয়ন্ত্রণ
ফিচার-৬: নিষিদ্ধ ওয়েবসাইট ব্লক
ফিচার-৭: গুগল সার্চ এ নিষিদ্ধ শব্দ ব্লক
ফিচার-৮: শিশুদের মোবাইল ব্যবহার পর্যবেক্ষণ করা
App Screenshots
হেল্প লাইন
ধাপঃ ১- চাইল্ড ফোন কন্ট্রোল ডাউনলোড:
আপনার মোবাইলের ওয়েব ব্রাউজার থেকে dailysofttech.com ওয়েবসাইটে প্রবেশ করুন। সেখান থেকে চাইল্ড ফোন কন্ট্রোল (CPC) এবং ডেইলি সফট টেক (DST) অ্যাপ ডাউনলোড করুন।
ধাপঃ ২- চাইল্ড ফোন কন্ট্রোল ইনস্টল:
আপনার ফোনের ফাইল ম্যানেজারে যান এবং APKs ফোল্ডারটি খুলুন। সেখান থেকে চাইল্ড ফোন কন্ট্রোল (CPC) এবং ডেইলি সফট টেক (DST) অ্যাপ ইনস্টল করুন।
বিঃ দ্রষ্টব্য- APK ইনস্টল করতে হলে ফোনের Unknown Sources অপশন চালু করুন।
ধাপঃ ৩- চাইল্ড ফোন কন্ট্রোল কনফিগারেশন:
যদি আপনার ডিভাইসের Android ভার্সন ১৩ বা তার বেশি হয়, তাহলে Allow restricted setting সক্রিয় করতে হবে। অন্যথায়, Accessibility API Permission দেওয়া সম্ভব হবে না। Allow restricted সেটিং এর জন্য App info পেজ-এ যান।
App info পেজ পেতে, মোবাইলের হোমপেজ থেকে CPC আইকনে ট্যাপ করে "App info" পেজে প্রবেশ করুন। অথবা, Settings > Apps > Manage apps > CPC > App info পাথ অনুসরণ করে প্রবেশ করুন। যদি Allow restricted সেটিং না পাওয়া যায়, তাহলে App info পেজের Three Dots Icon (উপরের ডান কোনায়) ক্লিক করুন এবং এখান থেকে Allow restricted অপশনটি নির্বাচন করুন।
Settings >Apps >Manage apps >CPC > App info >Allow restricted
চাইল্ড ফোন কন্ট্রোল কনফিগারেশন এর জন্য প্রথমে Accessibility API এর অনুমতি দিতে হবে। অ্যাপটি চালু করুন এবং "অনুমতির অপেক্ষায়!" বাটনে ক্লিক করুন। Accessibility API পেজে গিয়ে ACCEPT করুন। CPC খুঁজুন, তারপর Use CPC > Allow করুন। প্রথমবার অনুমতি দেওয়ার পর তাৎক্ষণিক Permission Stop করুন। পুনরায় Permission Allow দিন। Allow -> Stop -> Allow পদ্ধতিটি নিশ্চিত করার জন্য দুইবার অনুসরণ করুন।
অনুমতির অপেক্ষায়! > ACCEPT >(Find CPC) > Use CPC > Allow
চাইল্ড ফোন কন্ট্রোল অ্যাপটি ব্যবহারের জন্য মোবাইলে Autostart or Auto Launch, Ignore Battery Optimization এবং Notification এই সেটিং গুলো করতে হবে।
১. Autostart বা Auto Launch চালু করুন:
অ্যাপের Set Autostart অপশনে ক্লিক করে এটি সক্রিয় করুন।
২. Ignore Battery Optimization:
Set IBOptimization অপশনে ক্লিক করে Don't optimize / Not optimized / No restriction নির্বাচন করুন।
৩. Notification অনুমতি দিন:
Set Notification অপশনে ক্লিক করে অ্যাপটির নোটিফিকেশন অনুমতি দিন।
যদি উপরের আইকন পদ্ধতি কাজ না করে, তাহলে ম্যানুয়ালি সেটিং পাথ ব্যবহার করুন:
১. Autostart:
Settings >Apps >Manage apps > Background autostart > CPC(On)
২. Battery Optimization:
Settings > Battery > Battery Optimization > CPC > Don't optimize
৩. Notification:
Settings > Notifications > CPC > Allow Notifications
ধাপঃ ৪- চাইল্ড ফোন কন্ট্রোল এক্টিভেশন:
হোম পেজ থেকে "Need Activation" বাটনে ক্লিক করুন। স্বয়ংক্রিয়ভাবে ডেইলি সফট টেক (DST) অ্যাপটি খুলবে। মনে রাখবেন, ফোনে DST অ্যাপটি ইনস্টল করা থাকতে হবে। ফোন নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করুন। User একাউন্ট যদি খোলা না থাকে তাহলে ফোন নাম্বার দিয়ে User একাউন্ট খুলুন এবং "সচল করুন" বাটনে ক্লিক করুন। আপনার বিকাশ নম্বর দিয়ে পেমেন্ট গেটওয়ে থেকে ১০০ টাকা পেমেন্ট করুন। পেমেন্ট করলে অ্যাপটি স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। চাইল্ড ফোন কন্ট্রোল অ্যাপটি ওপেন করলে দেখতে পাবেন। অ্যাপ রানিং আছে। যদি পেমেন্ট করার পরেও অ্যাপ রানিং না হয় সেক্ষেত্রে DST অ্যাপ ওপেন করে "CPC is activated" এর উপর ট্যাপ অথবা ক্লিক করুন।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
APK ইনস্টল করতে ফোনের Unknown Sources অপশন চালু করুন। যেকোনো সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের জন্য 01916-921521 নাম্বারে ফোন করুন।
Find Phone Settings
Battery Optimization
Background Autostart
Notification
Step By Step Setup Guideline
অ্যাপের ফিচার সমূহের একটি ডিফল্ট সেটিং থাকবে কিন্তু অভিভাবক চাইলে তার চাহিদা অনুযায়ী নতুন কোনো অ্যাপ ব্লক অথবা শিডিউল এ পরিবর্তন করতে পারবেন। যেমনঃ প্রাথমিক অবস্থায় ঘুমের সময় নির্ধারণ করা নাই কিন্তু অভিভাবক চাইলে ঘুমের সময় নির্ধারণ করতে পারবেন। এছাড়াও দৈনিক এবং সাপ্তাহিক YouTube দেখার সময় সর্বোচ্চ ২ ঘন্টা ও ১৪ ঘন্টা করা আছে কিন্তু অভিভাবক চাইলে পরিবর্তন করতে পারবেন। এই সমস্ত পরিবর্তনের জন্য হোম পেজ থেকে কাঙ্খিত ফিচার এর উপর ক্লিক করে নিদির্ষ্ট ফিচার সাপেক্ষে সেটিং এর পরিবর্তন করা যাবে।
নির্দেশনা অনুযায়ী সেটিংস সম্পন্ন করতে সমস্যা হচ্ছে অথবা প্রয়োজনীয় একটি ধাপ খুঁজে পাচ্ছেন না কিংবা সকল ধাপ সম্পন্ন করার পরও অ্যাপটি সঠিকভাবে কাজ করছে না, তাহলে ‘সমস্যা এখানে লিখুন’ বাটনটিতে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য পূরণ করে সাবমিট করুন।
Your Issue
Solution
নয় শুধু নিজের সন্তানকে, সুরক্ষিত রাখি সবাইকে
চাইল্ড ফোন কন্ট্রোল অ্যাপের সাহায্যে আপনার ঘরে আপনি গড়ে তুললেন সুরক্ষিত পরিবেশ। কিন্তু আপনার সন্তান যাদের সাথে মেলামেশা করছে তাদের থেকেও তো স্মার্টফোনের অপব্যবহার ছড়াতে পারে। তাই যুগান্তকারী এই অ্যাপটি শুধু নিজের জন্য নয়, ছড়িয়ে দিতে হবে সবার মাঝে, সুরক্ষিত রাখতে হবে সবাইকে। যাতে করে সুরক্ষিত একটি পরিবেশের মধ্যে পরিপূর্ণ বিকাশের সাথে গড়ে উঠে আমাদের ভবিষ্যত প্রজন্ম।
চাইল্ড ফোন কন্ট্রোল শুধু আপনার সন্তানের সুরক্ষায় প্রদান করে না, বরং অর্থ উপার্জনের সুযোগও দিয়ে থাকে। আপনার প্রচারকৃত অথবা রিকমান্ডেশনে বিক্রিত অ্যাপের মোট মূল্যের উপর ৬০% পর্যন্ত আপনি কমিশন পাবেন। এছাড়াও, আপনি যদি একজন মার্কেটিং অফিসার নিযুক্ত করেন, তাহলে তার উপার্জিত অর্থের উপর ১৫% কমিশন পাবেন। তাহলে আর দেরি কেন? নিজের সন্তানের সুরক্ষায় অ্যাপটি ব্যবহার করুন এবং অর্থ উপার্জনের মোক্ষম সুযোগটি গ্রহণ করুন।
Our team
Shahin
Programmer
Every programmer is an author.
Bashar
Animator
Animation Means To Invoke Life, Not To Imitate It.
Shahen
Adviser
Bad advice is often most fatal to the adviser.
Saidur
Marketing officer
Advertising is only evil when it advertises evil things.